“মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আহসান হাবিবের বাড়ির দেয়ালে গ্রাফিতি এঁকে হুমকি দেয়া হয়। ঘটনার সত্যতা যাচাই করেন সদর থানার এস আই মিজানুর রহমান।
তিনি বলেন, “খবর পেয়ে আমরা আহসান হাবিবের বাড়িতে যাই এবং দেয়ালে গ্রাফিতি আঁকা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ এই লেখাটি দেখতে পাই।”
সেই সমন্বয়কের নাম আহসান হাবিব (২৪)। তিনি বগুড়া জেলা সদরের নিশিন্দারা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের গফুর প্রামাণিকের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।
আহসান হাবিব সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বগুড়া জেলার সমন্বয়ক ছিলেন।
তিনি জানান, “গতরাতে তার ভাবি ” মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক ” লেখাটি দেখে তাকে জানায়। পরে পরিবার সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পতিত স্বৈরাচার পতনে আমি সক্রিয় ভূমিকা পালন করায় তার দোসররা আমাকে মৃত্যুর হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের নিরাপত্তা নেই। এজন্যই কি আমরা দেশ স্বাধীন করেছি?”
তার বড় ভাই শাহাদাত বলেন, ” আমার ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। তারই পরিপ্রেক্ষিতে তাকে হুমকি দিয়ে যাচ্ছে স্বৈরাচারের দোষররা। ”
আহসান হাবিবের মা আবিদা বলেন, ” জুলাই আন্দোলনের সময় আমি তাকে আন্দোলনে যেতে বাঁধা দিয়েছিলাম। সে আমার কথা শুনেনি। আমাকে বলেছে, “তোমার চার ছেলের একজন মরে গেলে কিছুই হবে না।” সে আন্দোলনে গিয়েছিল স্বাধীনতা অর্জন করেছে। আজ তাকেই মৃত্যুর হুমকি দেয়া হয়েছে। তার বাবা অসুস্থ। এমতাবস্থায় এই হুমকিতে আমরা সবাই আতঙ্কিত। ”
এ বিষয়ে থানায় ডিজি করা হলে পুলিশ কর্মকর্তারা বিষয়টি আমলে নিয়ে তদন্ত করছেন বলে জানান।
এদিকে সারাদেশে একেরপর এক ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীকে হত্যা ও গুম করা হচ্ছে। ৪ দিন যাবত কেন্দ্রীয় সহ সমন্বয়ক খালেদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ সকল বিষয় নিয়ে দেশের মানুষ ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে এমন হুমকি জনমনে নতুন আতঙ্ক সৃষ্টি করবে।