ঢাকা কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু’দিন যাবাত বিক্ষোভ মিছিল করছে ছাত্রদলের পদ বঞ্চিতরা। এসময়ে তারা নিউমার্কেট থেকে নীলক্ষেত ও কলেজ ক্যাম্পাসসহ সড়কে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিল থেকে ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং ত্যাগীদের মূল্যায়ন করে নতুনভাবে কমিটি ঘোষণা করার আহ্বান জানান।
এসময়ে বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরের কুশপুত্তলিকা পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা।
পদবঞ্চিতদের দাবি, ঘোষিত কমিটিতে ত্যাগী ও তরুণদের অবমূল্যায়ন করে ছাত্রলীগের কর্মী ও সুবিধাবাদী, অছাত্র, বয়স্কদের স্থান দেয়া হয়েছে।
এসময়ে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীরা বলেন, কোন প্রকার ভয়ভীতি দেখিয়ে তাদেরকে এই আন্দোলন থেকে সরানো যাবে না। অনতিবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে।
এদিকে একই ঘটনা ঘটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জবিতে ছাত্রদলের কমিটি ঘোষণার পরেই সেখানেও পদবঞ্চিতরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এবং কমিটি বাতিলের দাবি জানায়।
একই ঘটনা পরিলক্ষিত হয় তিতুমীর কলেজেও। তিতুমীর কলেজের ছাত্রদলের পদবঞ্চিতরা এই বিক্ষোভ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগরের আংশিক ও বিশ্ববিদ্যালয়, কলেজ গুলোর কমিটি ঘোষণার পর থেকেই এই বিক্ষোভ চলমান।