জুলাই বিপ্লবে আহত মাদরাসার কিশোর শিক্ষার্থী আরাফাত চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২২ ডিসেম্বর রবিবার) শহিদ হন।
তাঁর জানাযায় উপস্থিত হয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন,
” জুলাই বিপ্লবে মাদ্রাসার শিক্ষার্থী প্রায় ১০০ জন শহিদ হন। অথচ মিডিয়ায় তাদের স্বীকৃতি কম। ”
তিনি আরো বলেন, ” আরাফাতের মত শিক্ষার্থীরা জীবন দিয়েছে বলেই আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ পাচ্ছি। তাদের ঋণ শোধ করা সম্ভব নয়। তবে ঋণ পরিশোধ করার চেষ্টা করতে হবে। তাদের ভুলে গেলে চলবে না। ”
বক্তব্য চলাকালে তিনি আরো বলেন, ” বিভিন্ন পয়েন্টে মাদরাসার শিক্ষার্থীরা আন্দোলনকে বেগবান করে রেখেছিল। সুতরাং তাদের আলোচনা মিডিয়ায় নিয়ে আসতে হবে।”
এসময়ে তিনি দিল্লিতে পালিয়ে থাকা হাসিনার ষড়যন্ত্রের কথা স্বরণ করিয়ে বলেন, “পতিত সরকার দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। অতএব সে ষড়যন্ত্র রুখে দিতে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে।”
তিনি শহিদ আরাফাতের পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান।