ফিলিস্তিনের গাজা উপত্যকার এক স্কুলে হামলা চালাতে গিয়ে ইসরাইলের ৪ সেনা নিহত হওয়ার ঘটনা স্বীকার করেছে ইসরাইল। অপরদিকে এক সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে।
ইসরায়েল শুরু থেকে গাজা উপত্যকায় হামলা করে আসছিল। তারা সেখান থেকে হামাস নির্মূল করার কথাও জানায়। কিন্তু ইসরায়েল যখন সেখান থেকে সরে যায়। হামাস যোদ্ধারা সেখানে পুনরায় ঘাঁটি গেঁড়ে বসে।
ফলে হামাসের উপস্থিতি জানতে পেরে ইসরায়েল সেনারা আবারো হামলার পরিকল্পনা করে। এরপর একটি স্কুলে হামলা পরিচালনার প্রাক্কালে হামাসের পুঁতে রাখা ফাঁদে পা দেয় তারা। মূহুর্তের মধ্যে বোমা বিস্ফোরণে ৪ জন ইসরায়েল সেনা সেখানেই নিহত হয় এবং ১ জন গুরুতর আহত হয়।
এরই মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়ায় ইসরায়েল তাদের তীব্র সমালোচনা করে বলে; জাতিসংঘ একটি সন্ত্রাসী দেশকে সমর্থন করছে।
ফিলিস্তিনের পক্ষে ১৪৩ টি দেশ ভোট দেয়।