টঙ্গীতে মেট্রোরেলে হাওয়া লাগতে যাচ্ছে। এবার ভাগ্য বদলে যাবে টঙ্গীবাসীর।
ঢাকার মধ্যে সবচেয়ে দ্রুতগামী পরিবহন মেট্রোরেল। ইতোমধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী নিয়ে চলাচল করে রাজধানীর চিরচেনা রূপকে অনেকটা বদলে দিয়েছে।জীবন বোধকে করেছে সহজ। তারই ধারাবাহিকতায় এবার মেট্রোরেলের সুফল ভোগ করতে যাচ্ছে গাজিপুর তথা টঙ্গীবাসী।
গতকাল একথা নিশ্চিত করেন, মেট্রোরেল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।
তিনি জানান,প্রথমে মেট্রোরেলের বর্ধিত অংশ সাভার-আশুলিয়া রুটে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে তা টঙ্গী স্টেশন পর্যন্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। কারণ হিসেবে তিনি বলেন; যেহেতু সাভারে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে। তাই মেট্রোরেলের বর্ধিত অংশ টঙ্গী স্টেশনের দিকে করা সিদ্ধান্ত গৃহীত হয়।
অতিসত্বর টেন্ডার বাস্তবায়ন করে কাজ শুরু করা হবে।
বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করলেও পরবর্তীতে টঙ্গী স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত বৃদ্ধি করা হবে বলে জানায়।
এতে নগরবাসী পূর্ণ মাত্রায় মেট্রোরেলের সুফল ভোগ করতে পারবে। এমন খবরে টঙ্গীর সাধারণ জনগণ উচ্ছ্বাস করে। দ্রুত তা বাস্তবায়নের জন্য মত প্রকাশ করেন।