বাংলাদেশের সাথে ভারতের বহু মাতৃক চুক্তি রয়েছে। বিগত সরকারের আমলে এ প্রসঙ্গে কথা বলতে পারেনি দেশের সাধারণ মানুষ। গোপনে ভারতের সাথে অনেক চুক্তি করেছে স্বৈরাচারী হাসিনা সরকার। ফলে দেশের মানুষ নির্মম বোঝা বয়ে বেড়াচ্ছে।
তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানায়।
তিনি লিখেন; “অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশ করা। একইসঙ্গে, ভারতের স্বার্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম স্থগিত করা, আন্তঃনদীর পানির সুষম বণ্টনের দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়া, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, ফেলানীসহ সীমান্তে নিহতদের হত্যার বিচারের ব্যবস্থা করা এবং ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে জনকল্যাণমূলক নীতিগত অবস্থান গ্রহণ করা।”
তাঁর এই স্ট্যাটাস মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেখানে ছাত্র-জনতার অধিকাংশ মানুষ একমত পোষণ করে বলেন;
“এ দাবি দেশের আপামর জনসাধারণের দাবি।”