সারা বিশ্ব জানে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। কিন্তু এই প্রথম প্রকাশ্যে ইসরায়েলকে হুমকি দিলেন Joe Biden.
ফিলিস্তিনে বর্বর হামলায় ইসরায়েল দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে আসছে। তাদের এই হামলাকে বিশ্বে অধিকাংশ দেশ নিন্দা জানিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের এতদিন সহযোগিতা করে আসছিল। তবে এবার জো বাইডেন প্রকাশে তাদের হুশিয়ারি দিয়েছে।
মিশর সীমান্তের কাছে রাফা শহর। সেখানে অসংখ্য ফিলিস্তিনবাসী আশ্রয় নিয়েছে। জানা গেছে,তাদের উপর ইসরায়েল হামলা চালাতে প্রস্তুত। এমতাবস্থায় গতকাল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলে;
ইসরায়েল যদি রাফায় হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিবে। বাইডেনের এমন বক্তব্যে নতুন আলোচনার জন্ম দেয়।
এছাড়াও যুক্তরাষ্ট্রের বোমা ব্যবহার করে গাজায় ইসরায়েলের হামালায় বেসামরিক মানুষ নিহতের ঘটনায় বাইডেন দুঃখ প্রকাশ করে।