আপনি যদি তাকবীরে তাশরিক পাঠ না করেন তাহলে অবশ্যই আপনি গুনাহ্গার হবেন! কেননা তাশরিকের দিনগুলোতে প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক ও নারী-পুরুষের উপর তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব।
এখন প্রশ্ন হচ্ছে তাকবীরে তাশরিক কী এবং কখন থেকে তা পাঠ করা ওয়াজিব?
এর উত্তর হচ্ছে, ৯ জিলহজের ফজর নামাজের পর থেকে ১৩ জিলহজের আসর নামাজ পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর কোন প্রকার কথা না বলে কোন প্রকার সুন্নত নফলের নিয়ত না করে একবার এই দোয়া পাঠ করা
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ আল্লাহু আকবর আল্লাহু আকবর লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ।
তাকবীরে তাশরিক পাঠ করার সময় অবশ্যই পুরুষেরা উচ্চস্বরে পাঠ করবে। যদি তারা নিচু স্বরে পাঠ করে তাহলে তাদের তাকবীরে তাশরিক আদায় হবে না! আর মহিলাদের ক্ষেত্রে নিজেরা শুনতে পায় এমন আওয়াজে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। তেমনিভাবে যদি কোন ব্যক্তি তাকবীরে তাশরিক পাঠ করতে ভুলে যায় আর সে মসজিদ থেকে বের হওয়ার আগেই তার স্মরণ হয়ে যায় তাহলে সে অবশ্যই তা পাঠ করে নিবে। আর যদি সে মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে তার এই ওয়াজিব ছুটে যাবে। যেই ওয়াজিবের কোন কাজা নেই এবং এই ওয়াজিব ছেড়ে দেয়ার কারণে ঐ ব্যক্তি গুনাহগার হবে।
আর মহিলাদের ক্ষেত্রে যদি তারা তাকবীরে তাশরিক পাঠ করতে ভুলে যায় এবং নামাজের স্থান ছেড়ে অন্য কোন কাজে লিপ্ত হয়ে যায় তাহলেও তাদের এই ওয়াজিব ছুটে যাবে এবং এই ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তারা গুনাগার হবে।
এজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই আমাদের থেকে তাকবীরে তাশরিক ছুটে না যায়! তাই মহিলাদের উচিত হচ্ছে যেহেতু তারা ঘরের মধ্যে নামাজ আদায় করে এজন্য তাদের নামাজের স্থানে এমন কিছু চিহ্ন রাখা এমন কিছু লিখে রাখা যাতে করে নামাজের পর তাকবীরে তাশরিকের কথা স্মরণ হয়ে যায়। পাশাপাশি আরেকটি মাসআলা হচ্ছে যদি কোন ব্যক্তির তাশরিকের দিনগুলোর মধ্যে কোন ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায় তাহলে সে যদি ঐ দিনগুলোর মধ্যেই কাজা নামাজ আদায় করে নেয় তাহলে অবশ্যই তার উপর তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রত্যেককে তার সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুন। পাশাপাশি যেই বিশেষ আমলগুলো আমাদের জন্য অবধারিত করেছেন সেই আমলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার তৌফিক দান করুন আমীন।