গতকাল তাঁর ভেরিফাইড পেজের একটি স্ট্যাটাস থেকে জানা যায়, তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন।
জানা যায়, টাঙ্গাইলের যমুনা সেতুতে তাঁর গাড়িকে পেছন থেকে স্বজোরে ধাক্কা মারে ট্রাক। এতে করে মুহূর্তের মধ্যে তাঁর গাড়ি ধুমড়ে-মুচড়ে যায়। তিনি বুকে, পিঠে, চোখে ও মাথায় আঘাত পান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।
এদিকে গত শুক্রবার জুমার বয়ানে তিনি সাদপন্থীদের গোমরাহি নিয়ে দীর্ঘ বয়ান করেছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে তিনি ভারতের ও বিগত পতিত স্বৈরাচার সরকারের তীব্র সমালোচনা করেছিলেন।
ফলে অনেকে ধারণা করেন যে, আব্দুল হাই সাইফুল্লাহ’র সড়ক দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁর ভক্তরা।
তবে তাঁর পেজ থেকে আপডেট জানানো হয়েছে যে, তিনি অনেকটা আশঙ্কা মুক্ত। দেশবাসীর কাছে তিনি দ্রুত সুস্থতার দোয়া চেয়েছেন।
জনপ্রিয় দাঈ ও খতীব আব্দুল হাই সাইফুল্লাহ কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে আল-হাদিস বিভাগ থেকে অনার্স শেষ করেন। নিজ ফ্যাকাল্টিতে প্রথম স্থান অধিকার করায় রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক অর্জন করেন।
ইসলামিক বক্তা হিসেবে দেশ ও প্রবাসে তিনি অত্যন্ত জনপ্রিয়। সড়ক দুর্ঘটনায় আহত আব্দুল হাই সাইফুল্লাহ’র খবর শুনে ভক্তরা অত্যন্ত ব্যথিত। তাঁর ফ্যান-ফলোয়ারগণও সবার কাছে তাঁর জন্য দোয়া চান।