প্রত্যেকটা ব্যক্তিই চায় মানুষ তার প্রশংসা করুক! প্রশংসা শুনতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। আর এই প্রশংসা থেকে অন্তরের মধ্যে অহংকার সৃষ্টি হয়! আর অহংকারকারীকেতো আল্লাহ রাব্বুল আলামীন কখনোই পছন্দ করেন না! অহংকারকারীকে মহান মালিক ঘৃণা করেন! যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকবে ঐ ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ।
এজন্যইতো আল্লাহর রাসূল সাঃ আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন,যেই দোয়া যদি কোন বান্দা নিজের প্রশংসা কারো মুখে শোনার পর পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলামীন তার অন্তরকে অহংকার মুক্ত রাখবে এবং তাকে এই প্রশংসার চাইতেও উত্তম কল্যাণ দান করবেন। সুবাহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।
সেই দোয়াটি হচ্ছে,যখন কারো মুখে আপনি নিজের প্রশংসা শুনবেন সাথে সাথে এই দোয়া পাঠ করবেন,
اللَّهُمَّ لاَ تُؤَاخِذْنِي بِمَا يَقُولُونَ وَاغْفِرْ لِي مَا لاَ يَعْلَمُونَ وَاجْعَلْنِي خَيْرًا مِمَّا يَظُّنُّونَ আল্লহুম্মা লা তুয়া খিযনি বিমা ইয়াকুলুন অগফিরলি মা লা এয়ালামুন অযআলনি খয়রমমিম্মা ইয়াযুন্নুন।
হে আল্লাহ হে আমার মালিক আমার সম্পর্কে যা বলা হচ্ছে তার জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না! আর তারা যা জানে না তার জন্য আমাকে ক্ষমা করুন! ওগো মালিক আমাকে তাদের ধারণার চেয়েও উত্তম কল্যাণ দান করুন। সুবাহানাল্লাহ।
সুতরাং যদি কেউ আপনার প্রশংসা করে আর আপনি অহংকার মুক্ত থাকতে চান,তাহলে কারো মুখে আপনার প্রশংসা শোনার সাথে সাথে এই দোয়া পাঠ করুন, اللَّهُمَّ لاَ تُؤَاخِذْنِي بِمَا يَقُولُونَ وَاغْفِرْ لِي مَا لاَ يَعْلَمُونَ وَاجْعَلْنِي خَيْرًا مِمَّا يَظُّنُّونَ আল্লহুম্মা লা তুয়া খিযনি বিমা ইয়াকুলুন অগফিরলি মা লা এয়ালামুন অযআলনি খয়রমমিম্মা ইয়াযুন্নুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার অন্তরকে অহংকার মুক্ত করে দিবেন এবং এই প্রশংসার চেয়েও উত্তম কল্যাণ দান করবেন। সুবাহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।