---Advertisement---

জুমার নামাজ পড়লে ১০ দিনের গুনাহ মাফ হয়ে যাবে!

On: Thursday, May 23, 2024 10:18 PM
জুমার নামাজ পড়লে ১০ দিনের গুনাহ মাফ হয়ে যাবে
---Advertisement---

শুক্রবার জুমার দিনে যে ব্যক্তি ভালোভাবে পবিত্র হয়ে জুমার নামাজ পড়তে যায় অতঃপর খুব মনোযোগের সাথে ইমাম সাহেবের খুতবা শুনে। আল্লাহ রাব্বুল আলামীন ঐ ব্যক্তির এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সকল সগিরা গুনাগুলো মাফ করে দেন। শুধু তাই নয় আরো অতিরিক্ত তিনদিনের গুনাহ মহান মালিক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।

এ সম্পর্কে সুনানে আবু দাউদের ১০৫০ নম্বর হাদিস। আল্লাহর রাসূলের অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাঃ বলেন রাসূলে আকরাম সাঃ এরশাদ করেছেন,

 من توضأ فأحسن الوضوء যে ব্যক্তি জুমার সালাত আদায়ের জন্য উত্তমরূপে অজু করলো ভালোভাবে পবিত্র হলো।

 ثم أتى الجمعة অতঃপর জুম্মার সালাত আদায়ের জন্য মসজিদে গেল।

 فاستمع وأنصت এবং সে খুব মনোযোগের সাথে চুপ থেকে ইমাম সাহেবের খুতবা শুনলো।

غفر له ما بينه وبين الجمعة আল্লাহ রাব্বুল আলামিন ঐ ব্যক্তির এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সকল ছগিরা গুনাহ গুলো মাফ করে দিবেন।

শুধু তাই নয়! وزيادة ثلاثة أيام আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো অতিরিক্ত তিনদিনের গুনাহ মাফ করে দিবেন অর্থাৎ মোট দশ দিন আল্লাহ রব্বুল আলামীন তাঁর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।

রসূলে আকরাম সাঃ আরো বলেন, ومن مس الحصى فقد لغا আর যে ব্যক্তি পাথরকুচি অপসারণ করল, সে অনর্থক কাজ করল অর্থাৎ যারা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে গেল কিন্তু মনোযোগের সাথে ইমাম সাহেবের খুতবা শুনলো না। খুতবা না শুনে অন্য কোন কাজে মগ্ন হল,কথাবার্তায় ব্যস্ত হয়ে গেল সে অনর্থক কাজ করলো। সে জুমার দিনের ফজিলত থেকে বঞ্চিত হলো।

সুতরাং আমরা যদি জুমার দিনের পরিপূর্ণ ফজিলত হাসিল করতে চাই। তাহলে অবশ্যই আমাদেরকে ভালোভাবে পবিত্র হয়ে জুমার পড়তে যেতে হবে এবং খুব মনোযোগের সাথে ইমাম সাহেবের খুতবা শুনতে হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এক জুমা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত সকল গুনাহ মাফ করে দিবেন বরং আমাদের এই নেক আমলের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামীন আরো অতিরিক্ত তিনদিনের গুনাহ মাফ করে দিবেন।

মহান মালিক আমাদের প্রত্যেককে জুমার দিনের পরিপূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক দান করুন! আমীন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---