একটা ন্যারেটিভ প্রচারিত হচ্ছে যে, ভারতেও বন্যায় মানুষ মারা যাচ্ছে। ওরা নিরুপায় হয়ে বাঁধ খুলে দিয়েছে। ওদের দোষ নাই। কেউ কেউ বলার চেষ্টা করছে, বাঁধ খোলার আগে একটু সতর্ক করতে পারতো!
আসলে নদীর বাঁধ খুলে দেওয়াটা অন্যায় না। আন্তর্জাতিক নদীতে অবৈধভাবে বাঁধ দেওয়াটাই অন্যায়৷
ভারত তার সিমান্তে বাঁধ বানিয়ে বাংলাদেশের নদীপথের নাব্যতা ধ্বংস করে দিয়েছে। নদী যদি সবসময় তার গতিপথে থাকতো তাহলে বাংলাদেশের অঞ্চলে নদীর নাব্যতা থাকতো। পানি ধারণের জায়গা থাকতো। মানুষ যেখানে সেখানে খাল/ নদী ভরাট করতে পারতো না কারণ সেখানে সারাবছর পানি থাকতো।
এদেশের নদীপথ ভারতের বাঁধের কারণে বছরের ৭-৮ মাসই থাকে শুষ্ক, মরুভূমি। সেই সময় নদীর সকল সুবিধা ভোগ করে ভারত। এই বন্যাও দুইদেশের কোথাও এত ভয়াবহ হতো না। নদীর পানি নদীতে থাকতো৷ মানুষের ঘরে উঠতো না।
সারাবছর বাঁধ দিয়ে রেখে এদিকটা শুষ্ক রাখার কারণে দিনে দিনে নদী ভরাট হয়েছে। নদীপাড়ে বসতি বেড়েছে। সেজন্য এখন হঠাৎ আসা ঢলের পানিও ভাসিয়ে দিচ্ছে গ্রামাঞ্চল, শহর, নগর।
ভারত একটা ক্রিমিনাল রাষ্ট্র। ইচ্ছেমত নদীতে বাঁধ দিয়ে ভারতের সকল সরকার এইদেশে গণহত্যা চালিয়ে আসছে যুগের পর যুগ। এই বন্যা আমাদের প্রাপ্য না। আমাদের প্রাপ্য সারাবছরের নদীর জল