হুয়াওয়ের নতুন চমক। মেট ৬০ সিরিজের সফলতার পর,এবার নিজস্ব চিপে তৈরি করে আরো একটি নতুন মডেলের হ্যান্ডসেট বাজারে এনে তাক লাগিয়ে দিয়েছে চিনা টেক জায়ান্ট হুয়াওয়ে। এবার তারা বাজারে উন্মোচন করেছে Huawei Pura 70 Ultra সিরিজ।
গতকাল পিউরা ৭০ প্রো ও আলট্রা দুটি মডেলের হ্যান্ডসেট ইতোমধ্যে বিক্রি শুরু করেছে হুয়াওয়ে। নতুন এই হ্যান্ডসেটগুলো ক্রেতাদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। বেইজিং, সাংহাই আর শেনজেনের ফ্ল্যাগশিপ সহ বিভিন্ন স্টোরগুলোর সামনে দেখা যায় ক্রেতাদের দীর্ঘ লাইন। শুধু তাই নয় মাত্র ১ মিনিটে অনলাইনে সকল সেট বিক্রি হয়ে যায়
পিউরা ৭০ সিরিজে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব চিপস অ্যাপ।
৭৬০ ডলার থেকে পিউরা ৭০ সিরিজের দাম শুরু ।
আগের বছরের একই সময়ের তুলনায় হুয়াওয়ের সেট ৬০ শতাংশ বেশি বিক্রি বেড়েছে বলে জানায় গবেষণা সংস্থা কাউন্টার পয়েন্ট। অথচ একই সময়ে সমপরিমাণ কম বিক্রি হয়েছে আইফোন। এতে করে বিশ্লেষকরা মনে করেন হুয়াওয়ে অ্যাপলকে টেক্কা দিয়ে ফেলবে। ফলে বাজার হারাবে অ্যাপল।