যেই সকল ব্যক্তি শুধুমাত্র আখেরাত নিয়ে চিন্তা করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির লক্ষ্যে পরকালের জন্য নেক আমল করে মহান মালিক ঐ ব্যক্তিদের দুনিয়ার যত অভাব অনটন রয়েছে দুনিয়াতে যত দুশ্চিন্তা পেরেশানি রয়েছে সবকিছু দূর করে দিবেন! শুধু তাই নয় ঐ ব্যক্তির যাবতীয় বিচ্ছিন্ন কাজগুলো আল্লাহ রব্বুল আলামীন একত্রিত করে সুসংযত করে দিবেন। তখন তাদের কাছে দুনিয়াটা অত্যন্ত নগণ্য মনে হবে! সুবাহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।
আর যে ব্যাক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া! যে ব্যক্তি সর্বদা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামীন ঐ ব্যক্তির চোখের সামনে সর্বদা অভাব অনটন লাগিয়ে রাখবে! ঐ ব্যক্তি সর্বদা দুনিয়ার পেরেশানির মধ্যে মগ্ন থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যাবে এবং তার সকল গোছানো কাজগুলো মহান মালিক এলোমেলো করে দিবেন বিচ্ছিন্ন করে দিবেন! তখন তার জন্য যা নির্দিষ্ট রয়েছে দুনিয়াতে সে এর চাইতে বেশি পাবে না! নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
এ সম্পর্কে জামেয় তিরমিজির ২৪৬৫ নম্বর হাদিস। আল্লাহর রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালেক রাঃ বলেন,রসুলে আকরাম সাঃ ইরশাদ করেছেন,
مَنْ كَانَتِ الآخِرَةُ هَمَّهُ جَعَلَ اللَّهُ غِنَاهُ فِي قَلْبِهِ
যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে আখেরাত যে ব্যক্তি সর্বদা পরকাল নিয়ে ফিকির করবে আল্লাহ রাব্বুল আলামীন তার সকল প্রকার অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন! শুধু তাই নয়
وَجَمَعَ لَهُ شَمْلَهُ وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ
এবং তার যাবতীয় বিচ্ছিন্ন কাজ একত্রিত করে মহান মালিক সুসংযত করে দিবেন। তখন তার নিকট দুনিয়াটা অত্যন্ত নগণ্য মনে হবে! সুবাহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।
আল্লাহর রাসূল সাঃ আরো বলেন,
وَمَنْ كَانَتِ الدُّنْيَا هَمَّهُ جَعَلَ اللَّهُ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ
আর যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া যে ব্যক্তি দুনিয়া নিয়ে সর্বদা মগ্ন থাকবে আল্লাহ রাব্বুল আলামীন সেই ব্যক্তির চোখের সামনে অভাব অনটন সর্বদা লাগিয়ে রাখবেন! দুনিয়ার দুশ্চিন্তা পেরেশানিতে ঐ ব্যক্তি অতিষ্ঠ হয়ে যাবে! শুধু তাই নয়
وَفَرَّقَ عَلَيْهِ شَمْلَهَ وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلاَّ مَا قُدِّرَ لَهُ
এবং তার যাবতীয় কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্ন করে দিবেন এলোমেলো করে দিবেন! ফলে ঐ ব্যক্তি দুনিয়াতে তার জন্য যা নির্দিষ্ট রয়েছে এর চাইতে এক বিন্দু পরিমাণ বেশি পাবে না! নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে,আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই তাহলে আমাদের সর্বদা আখেরাত দিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির লক্ষ্যে পরকালের জন্য নেক আমল বেশি বেশি করতে হবে। মহান মালিক আমাদের প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন আমীন।