জুলাই-আগস্ট আন্দোলন হাসিনা সরকারের সন্ত্রাসী ও পুলিশ বাহিনির হামলায় আহত মাদরাসা শিক্ষার্থী আরাফাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শাহাদাত বরণ করেন।
তাঁর জানাজায় উপস্থিত হয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন,
“এদেশের মাটিতেই গণহত্যাকারীদের বিচার হবে।”
তিনি আরো বলেন, ” হাসিনা দেশে ফিরবে ফাঁসির কাষ্ঠে ঝুলতে”।
বক্তব্যের ফাঁকে গণঅভ্যুত্থানে মাদরাসার ছাত্রদের সংগ্রামী অংশগ্রহণের প্রসংশা করেন। জুলাই আন্দোলনে মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করলে আন্দোলনের সমীকরণ বদলে যায়, বিজয় তরান্বিত হয়।
এদিকে জুলাই বিপ্লবে প্রাথমিকভাবে মাদরাসা থেকে ৭৭ জন শহিদের তালিকা প্রকাশ করা হয়। এবং তালিকা চলমান রয়েছে। শহিদদের প্রকৃত তথ্য অনুসন্ধান করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের কাজ চলমান।
জানাজায় উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতা। তারা দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচারের দাবি জানায়।
এসময়ে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন,
“জ্ঞান ফিরতেই আরাফাত তাঁর মায়ের হাতে গোস্ত দিয়ে ভাত খেতে চেয়েছিলেন।”
এমন নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল। তাদের বিচার করে দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি দেখতে চায় দেশের আপামর জনসাধারণ।