বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও সমন্বয়কদের খুনি বলল পতিত স্বৈরাচার শেখ হাসিনা।
তার কর্মীদের সাথে ফোনালাপের একাংশে সে দাবি করে বলে, “ইউনুস ও সমন্বয়করা খুনি”
সে আরো বলে, “ড. ইউনুস ক্ষমতা পাওয়ার লোভে আন্দোলনের নামে জঙ্গিদেরকে মাঠে নামিয়েছে। তারা আন্দোলনে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের হত্যা করেছে এবং এর দায় সরকারের ঘারে চাপিয়ে উত্তেজনা সৃষ্টি করেছে।”
এক্ষেত্রে সে আবু সাঈদের উদাহরণ দিয়ে বলে, ” আবু সাঈদ যদি পুলিশের গুলিতে মারাই যেত, তাহলে তাকে সাথে সাথে হাসপাতাল না নিয়ে ৫ ঘন্টা পর কেন হাসপাতালে নেয়া হল?”
এসময়ে সে উপদেষ্টা সাখাওয়াতের প্রশংসাও করে।
ফোনালাপের একাংশে সে দাবি করে, “আওয়ামিলীগের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। যা কেউ প্রকাশ করছে না”।
গোটা ফোনালাপ জুড়ে ড. ইউনুস ও সমন্বয়কদের তীব্র সমালোচনা করে।
সবশেষ নেতাকর্মীদেরকে তার এই বক্তব্য প্রচার করার নির্দেশনা দেয়।