---Advertisement---

নির্বাচনী চাপে সংস্কার ব্যাহত হচ্ছে! – উপদেষ্টা আসিফ মাহমুদ

On: Tuesday, December 24, 2024 3:44 PM
নির্বাচনী চাপে সংস্কার ব্যাহত হচ্ছে! - উপদেষ্টা আসিফ মাহমুদ
---Advertisement---

রাজনৈতিক দলের নির্বাচনী চাপে সংস্কারের কাজ ব্যাহত হচ্ছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনী চাপে সংস্কারে কোন সমস্যা হচ্ছে কিনা? সাংবাদিকদের করা এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন,

” আমরা এক দফার আন্দোলন করেছি, ফ্যাসিবাদের পতন ও ফ্যাসিবাদী ব্যাবস্থার পতনের জন্য। ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু বর্তমান সরকার ফ্যাসিবাদী ব্যাবস্থার পতনের এজেন্ডা নিয়ে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলো প্রতিবেদন জমা দিলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের আয়োজন করা হবে।”

এসময়ে তিনি আরো বলেন, ” নির্বাচন নিয়ে অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছে। সংস্কার না করে নির্বাচন করলে ক্ষতির সম্মুখীন হতে হবে।”

তিনি আরো বলেন, ” রাজনৈতিক দলগুলো সংস্কারের ব্যাপারে সহযোগিতা করলে সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” আমি এখন সরকারের একজন উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির কেউ নই।”

উপদেষ্টা আসিফ মাহমুদ উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগে শীতার্ত মানুষদেরকে প্রায় আড়াই লাখ শীতবস্ত্র বিতরণ করবেন।

তিনি বলেন, ” উত্তরাঞ্চলের মানুষ আর কোন অংশে পিছিয়ে থাকবে না!”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---