আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজের মধ্যে কতটি ফরজ রয়েছে এ সম্পর্কে আমাদের জানা নেই! অথচ নামাজের ফরজগুলোর মধ্যে যদি কোন একটি ফরজও ছুটে যায় তাহলে আমাদের কষ্টের নামাজ বাতিল হয়ে যাবে! নাউজুবিল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকেরই নামাজের ফরজগুলো জানা উচিত!
নামাজের ১৩টি ফরজ রয়েছে।
তার মধ্যে নামাজ আদায়ের আগে ৭টি ফরজ আমাদের পালন করতে হবে।
১. যখন আমরা নামাজ আদায় করব তার আগে খেয়াল করে দেখতে হবে আমাদের শরীর পবিত্র রয়েছে কিনা।
২. আমরা যেই পোশাকে নামাজ আদায় করব খেয়াল করে দেখতে হবে আমাদের সেই পোশাক পবিত্র আছে কিনা।
৩. আমরা যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করব যে জায়গায় সিজদা করব সেই জায়গা পবিত্র আছে কিনা।
৪. আমাদের সতর ঠিকঠাক আছে কিনা। পুরুষের যেই সতর এবং মহিলাদের যেই সতর সেই সতর অনুযায়ী পোশাক পরিধান করতে হবে।
৫. আমরা যেই দিকে ফিরে নামাজ আদায় করব খেয়াল করে দেখতে হবে সেই দিকটা কেবলামুখী কিনা।
৬. আমরা যেই ওয়াক্তের নামাজ আদায় করব খেয়াল করে দেখতে হবে সেই নামাজের সময় হয়েছে কিনা।
৭. নামাজ আদায়ের পূর্বে অবশ্যই আমাদের সেই নামাজের নিয়ত করে নিতে হবে।
এই ৭টি ফরজ ঠিকঠাক মতো আদায় করার পর নামাজের মধ্যে আরও ছয়টি ফরজ আদায় করতে হবে।
১.তাকবীরে তাহরীমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। এক্ষেত্রে অবশ্যই জবানে উচ্চারণ করতে হবে। কেউ যদি মনে মনে উচ্চারণ করে তাহলে তার ফরজ আদায় হবে না।
২. যদি দাঁড়ানোর সামর্থ্য থাকে তাহলে অবশ্যই দাঁড়িয়ে নামাজ শুরু করতে হবে।
৩. সহীহ শুদ্ধভাবে পবিত্র কোরআন থেকে কেরাত পাঠ করতে হবে। কোন ভাবে অশুদ্ধ তেলাওয়াত করলে ফরজ আদায় হবে না।
৪. রুকু করতে হবে।
৫. প্রত্যেক রাকাতে দুটি সিজদা করতে হবে। কোন ভাবে একটি সিজদা করলে তার ফরজ আদায় হবে না।
৬. নামাজ শেষ করার পূর্বে অবশ্যই আত্তাহিয়াতুর জন্য বসতে হবে।
মোট এই ১৩টি ফরজের মধ্যে যদি কারো একটি ফরজও ছুটে যায় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে! পুনরায় তার নামাজ আদায় করতে হবে।
এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে যখনই আমরা নামাজ আদায় করব অবশ্যই এই ১৩টি namazer foroj ঠিকঠাক ভাবে আদায় করে নিব। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রত্যেককে নামাজের প্রতিটা মাসআলা-মাসায়েল জেনে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন আমীন।