জ্বীন ভর করেছে হায়দারাবাদের দুই ওপেনারের উপর!
মাত্র ৪৫ মিনিটে ১৬৭ রান তুলেছে দুজন। গতকাল লক্ষ্ণৌ ও হায়দারাবাদের ম্যাচে প্রথমে লক্ষ্ণৌ ব্যাটিং এ নেমে ১৬৫ রান করে। জবাবে ব্যাটিং এ নেমে মাত্র ৪৫ মিনিটে হায়দরাবাদের দুই ওপেনার খেলা শেষ করে দেয়। এতে তারা মোকাবেলা করে মাত্র ৯ ওভার ৪ বল। তাদের এই দুর্দান্ত ব্যাটিং তান্ডব দেখে অনেকেই বলছে;তাদের উপর মনে হয় জ্বীন ভর করেছে।
ওপেনার Travis Head মাত্র ষোল বলে ফিফটির দেখা পেলে পরবর্তীতে ৩০ বলে ৮৯ রান করে অপরাজিত থাকে। তার এই মারমুখী ইনিংসে সে ৮ টি চার ও ৮ বিশাল ছক্কা হাঁকায়। অপরদিকে Abhishek Sharma বিধ্বংসী ইনিংস খেলে।
৮ টি চার ও ৬ টি ছক্কা হাঁকিয়ে ২৮ বলে ৭৫ রান করে দলকে ১০ উইকেটের ব্যবধানে জিতিয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থান দখল করে।
সানরাইজ হায়দরাবাদের এমন বিধ্বংসী খেলার কারণে এবারের আইপিএল দর্শকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে।