---Advertisement---

জানা গেল ৩১ ডিসেম্বরে কী হবে! বড় সিদ্ধান্ত হতে যাচ্ছে

On: Saturday, December 28, 2024 10:36 PM
জানা গেল ৩১ ডিসেম্বরে কী হবে! বড় সিদ্ধান্ত হতে যাচ্ছে
---Advertisement---

৫ ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশে ব্যাপকভবে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তা অনেকটাই ব্যাহত হয়েছে। যার ফলে বিপ্লবীদের সংগঠিত করে নতুন ঘোষণা আসবে ৩১ শে ডিসেম্বরে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল তার ফেসবুকে কিছুটা ইঙ্গিত দিয়েছেন ৩১শে ডিসেম্বর কী হবে?

তিনি লিখেন; “Proclamation of July Revolution” ঘোষণার দিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছি তাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। সংক্ষেপে বলি,

জুলাইতে আমরা খু’নি হাসিনা সরকারের বিরুদ্ধে করেছি। আমাদের আন্দোলনে হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক মহলে পতিত স্বৈ’রাচার এই আন্দোলকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

সুতরাং এই আন্দোলনকে সাংবিধানিক ও আন্তর্জাতিকভাবে লেজিটিমেসি দিতে প্রোক্লামেশনের দরকার। যাতে পতিত স্বৈ’রাচার ২৪ নিয়ে আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্র করার সুযোগ না পায়।

এছাড়াও রাজনৈতিক পালাবদলে ২৪ কে অস্বীকার করে বিপ্লবীদের হয়রানি যাতে না করতে পারে সেজন্যও প্রোক্লামেশন জরুরি। এখনই যারা ম্যান্ডেট নাই বলতে পারে তারা পট পরিবর্তনে বিপ্লবীদের এই কারণে ঝামেলায় ফেলবে না, গ্যারান্টি কই!?

জুলাইয়ের ঘোষণাপত্র আরও আগে দরকার ছিল। এটা নিয়ে কোনো চক্রান্ত বিপ্লবীরা বরদাস্ত করবে না।”

এছাড়াও হাসনাত আব্দুল্লাহ লিখেন;

“এটি মুজিববাদের কবরের ঘোষণা ”

এছাড়াও ৩১ ডিসেম্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে বিপ্লবীদের উপস্থিত থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও উপদেষ্টা আসিফ মাহমুদ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---