ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপ হাইকমিশনে আজ হামলা চালিয়েছে ভারতের নাগরিকরা।
গত কিছুদিন যাবতই ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। যদিও বাংলাদেশ সরকার সহনশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু আজ তারা নজিরবিহীন হামলা চালিয়েছে বাংলাদেশের দূতাবাসে। এতে করে সেখানকার কর্মকর্তারা উদ্বিগ্ন ও ভয়ার্ত। ভারত রীতিমতো সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিচ্ছে।
ইতোমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছে।
আজ রাত ৮ টায় রাজু ভাস্কর্যের সামনে ভারতে অবস্থিত আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এছাড়াও চট্টগ্রামে ৭:৩০ মিনিটে বিক্ষোভ মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদী বিক্ষোভ করবে ছাত্র-জনতা।