বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউউইএফ) নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
সেখানে দেখা গেছে ভারত মিথ্যা তথ্য বা ভুয়া তথ্য প্রচারে শীর্ষে রয়েছে।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক ২০২৪ শীর্ষক প্রতিবেদনে এই বিষয়গুলো উঠে এসেছে।
প্রতিবেদনটিতে বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে এই মিথ্যা বা ভুল তথ্য ছড়ানোকে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে মিথ্যা তথ্য ও ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকির দিক থেকে শীর্ষে রয়েছে ভারত।
ইতোমধ্যে বাংলাদেশ নিয়ে তাদের মিথ্যা ও অপপ্রচারকে কেন্দ্র করে দেশ-বিদেশে সমালোচনা তুঙ্গে।
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব, সরকার, সাধারণ জনগণ তীব্র নিন্দা জানিয়েছে।
বিএনপির স্থায়ীকমিটির মির্জা আব্বাস আর বাংলার উপস্থাপককে মলম বিক্রেতা বলেও তিরস্কার করেছেন।
এছাড়াও সরকার কর্তৃক ভারতীয় মিডিয়ার অপপ্রচারের ব্যাপারে নিন্দা জানিয়েছেন।
এদিকে আদালতে ভারতীয় চ্যানেলগুলো সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে রিটও করা হয়েছে।