ভারতের ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের দূতাবাসে হামলা চালিয়েছে ভারতের উগ্রবাদী হিন্দুরা। পুলিশের উপস্থিতিতে তারা বাংলাদেশের দূতাবাসে হামলা চালায়।
এ সময়ে তারা রীতিমতো দূতাবাস ভাঙচুর করে এবং সেখানকার কর্মকর্তাদের উপর হামলা চালায়।
পরে তারা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং তা নামিয়ে ফেলে।
দূতাবাসে কর্তব্যরত কর্মকতাগণ তাদের উগ্র হামলায় শঙ্কিত।
এর প্রতিবাদে বাংলাদেশের ছাত্র-জনতা বিক্ষোভ মিছিলের ডাক দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আজ রাত ৮ টায় ও চট্টগ্রামে সন্ধ্যা ৭:৩০ মিনিটে বিক্ষোভ মিছিলের ডাক দেন।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা এসেছে।