ফজরের নামাজে সালাম ফেরানোর সাথে সাথেই আল্লাহর রাসূল সাঃ বিশেষ একটি দোয়া পাঠ করতেন।
সুনানে ইবনে মাজাহার ৯২৫ নম্বর হাদিস। আম্মাজান উম্মে সালামা রাঃ বর্ণনা করেন, أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقُولُ إِذَا صَلَّى الصُّبْحَ حِينَ يُسَلِّمُ নবী করীম সাঃ ফজরের সালাত পড়ে সালাম ফিরিয়ে বিশেষ একটি দোয়া পাঠ করতেন,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً আল্লহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তায়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা।
হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী এলেম উপকারী জ্ঞান প্রার্থনা করছি। মালিকরে আমি আপনার কাছে হালাল পবিত্র রিজিক প্রার্থনা করছি। ওগো মালিক আমি আপনার কাছে এমন আমল করার তৌফিক প্রার্থনা করছি যেই আমল আপনি কবুল করে থাকেন। সুবাহানাল্লাহ। কি চমৎকার দোয়া আল্লাহর রাসূল সাঃ আমাদেরকে শিখিয়েছেন।
সুতরাং যদি কোন বান্দা ইখলাসের সাথে এই দোয়া পাঠ করে اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً আল্লহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তায়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই দোয়া পাঠ করে তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামীন তাকে উপকারী এলেম দান করবেন তাকে পবিত্র হালাল রিজিক দান করবেন এবং তাকে কবুল হওয়ার যোগ্য এমন আমল করার তৌফিক দান করবেন।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রত্যেককে বেশি বেশি এই দোয়া পাঠ করার তৌফিক দান করুন আমীন।