আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামীন আপনার কোন আমল সবচেয়ে বেশি পছন্দ করেন এবং কোন আমল সবচাইতে বেশি অপছন্দ করেন? বান্দার এমন ৩টি আমল আছে যেই ৩টি আমল আল্লাহ রাব্বুল আলামীন সবচাইতে বেশি পছন্দ করেন। এ সম্পর্কে সহিহ ইবনে হিব্বানের ৩৩৮৮ নম্বর হাদিস। আল্লাহর রাসুলের প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাঃ বলেন,রসুলে আকরাম সাঃ এরশাদ করেছেন, إِنَّ اللَّهَ يَرْضَى لَكُمْ ثَلاثًا আল্লাহ রাব্বুল আলামীন তোমাদের ৩টি আমল সবচাইতে বেশি পছন্দ করেন। তোমাদের ৩টি কাজে মহান মালিক সন্তুষ্ট হয়ে যান وَيَسْخَطُ لَكُمْ ثَلاثًا এবং তোমাদের ৩টি কাজে আল্লাহ রাব্বুল আলামীন অসন্তুষ্ট হয়ে যান!
যেই ৩টি কাজে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান তার মধ্যে নম্বর এক হচ্ছে, أَنْ تَعْبُدُوهُ وَلا تُشْرِكُوا بِهِ شَيْئًا যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের ইবাদত করো এবং তার সাথে বিন্দুমাত্র কাউকে শরিক করো না তখন আল্লাহ রাব্বুল আলামীন তোমাদের এই কাজে বড় সন্তুষ্ট হয়ে যান বড় খুশি হয়ে যান। সুবাহানাল্লাহ।
নম্বর দুই হচ্ছে, وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا বান্দার ঐ কাজের উপর আল্লাহ রব্বুল আলামীন বড় খুশি হয়ে যান যখন বান্দা তার বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরে আর বিচ্ছিন্ন হয় না তখন মহান মালিক বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।
নম্বর তিন হচ্ছে, وَأَنْ تُنَاصِحُوا مَنْ وَلَّى اللَّهُ أَمْرَكُمْ আল্লাহ রাব্বুল আলামিন যাকে তোমাদের কাজের নেতা হিসেবে নির্বাচন করেন তার জন্য তোমরা পরস্পরে পরস্পরের জন্য কল্যাণ কামনা কর। এই কাজে আল্লাহ রাব্বুল আলামীন বড় খুশি হয়ে যান। অর্থাৎ মহান মালিক যাকে আমির হিসেবে নিযুক্ত করেন নেতা হিসেবে নির্বাচন করেন তাকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেয়া এবং পরস্পরে পরস্পরের মাঝে কল্যাণ কামনা করা।
আর বান্দার যেই ৩টি কাজ আল্লাহ রব্বুল আলামীন অপছন্দ করেন তার মধ্যে নম্বর এক হচ্ছে, وَيَسْخَطُ لَكُمْ: قِيلَ وَقَالَ বান্দা যখন বেহুদা কথা বলে অশ্লীল কথা বলে আল্লাহ রাব্বুল আলামীন তার উপর বড়ই অসন্তুষ্ট হয়ে যান! নাউজুবিল্লাহ।
নম্বর দুই হচ্ছে, وَإِضَاعَةَ الْمَالِ আল্লাহ রাব্বুল আলামীন ঐ বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান যেই বান্দা সম্পদ নষ্ট করে সম্পদ অপচয় করে! নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
নম্বর তিন হচ্ছে, وَكَثْرَةَ السُّؤَالِ আল্লাহ রব্বুল আলামীন ঐ বান্দার কাজে অসন্তুষ্ট হয়ে যান যে বান্দা অনর্থক প্রশ্ন করে অনর্থক প্রশ্ন করে বিভ্রান্ত সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামীন ঐ বান্দার কাজে বড় অসন্তুষ্ট হয়ে যান! নাউজুবিল্লাহ।