---Advertisement---

মহা বিপদ থেকে মুক্তি পেতে পবিত্র কুরআনের ৩টি বিশেষ দোয়া পাঠ করুন!

On: Friday, May 17, 2024 11:31 PM
বিপদ-থেকে-মুক্তি-পেতে-৩টি-বিশেষ-দোয়া-পড়ুন!
---Advertisement---

যখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না! বরং বিপদ থেকে মুক্তি পেতে এই ৩টি দোয়া বেশি বেশি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন বিপদ থেকে ভয়ংকর মসিবত থেকে হেফাজত করবেন।

সেই ৩টি দোয়ার মধ্যে নম্বর এক হচ্ছে,যখনই বিপদে পড়ে যাবেন বেশি বেশি এই দোয়া পাঠ করুন,

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম সাহায্যকারী।

নম্বর দুই হচ্ছে,যখনই কঠিন বিপদে পড়ে যাবেন সাথে সাথে এই দোয়া বেশি বেশি পাঠ করুন,

رَبِّ اِنِّىْ مَغْلُوْبٌ فَانْتَصِر রব্বি আন্নি মাগলুবুন ফানতাসির। হে আমার রব হে আমার মালিক আমি তো বড় অসহায় আপনি আমাকে সাহায্য করুন।

নম্বর তিন হচ্ছে,যখন আপনার জীবন ভয়ঙ্কর মুসিবতের মধ্যে পড়ে যাবে দেরি না করে সাথে সাথে এই দোয়া বেশি বেশি পাঠ করুন,

رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ রব্বি আন্নি মাসসানিয়ায যুররু ওয়া আনতা আরহামুর রহিমিন। হে আমার রব হে আমার মালিক আমি দুঃখে কষ্টে আছি আর আপনিতো সর্বশ্রেষ্ঠ দয়ালু মালিকরে আপনি আমাকে দয়া করুন।

এই ৩টি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামীন অবশ্যই আপনাকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---