দুনিয়ার মধ্যে বিপদে পড়ে না এমন কোন মানুষ নেই! প্রত্যেকটা মানুষই বিপদের সম্মুখীন হয়!
আর যখন মানুষ বিপদ মুসিবতে ফেঁসে যায় তখন তারা বড় পেরেশান হয়ে যায় ঘাবড়ে যায়! অথচ আল্লাহর রাসূল সাঃ বিপদের সময়ে এমন একটি দোয়া পাঠ করতেন আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছে যেই দোয়া যদি কোন বান্দা ইমান ও ইখলাসের সাথে পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামীন ঐ ব্যক্তিকে বিপদ থেকে হেফাজত করবেন! শুধু তাই নয় বিপদের মধ্যে তার যত ক্ষতি হয়েছে তার চেয়ে উত্তম জিনিস মহান মালিক তাকে দান করবেন। সুবাহানাল্লাহ।
সেই দোয়াটি হচ্ছে সহীহ মুসলিমের হাদিস। আম্মাজান উম্মে সালামা রাঃ বলেন,রাসূলে আকরাম সাঃ-কে আমি বলতে শুনেছি যে,তিনি বলেন যখন কোন মুসলমান বিপদে পড়ে যায় আর সাথে সাথে এই দোয়া পাঠ করে
إِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ، اللَّهُمَّ آجرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুমা আজুরনি ফি মুসিবাতি ওখলিফলি খইরম্মিনহা।
যার অর্থ হচ্ছে আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ আমার এই বিপদে আপনি আমাকে নেকি দান করুন সওয়াব দান করুন এবং এই বিপদে আমার যা ক্ষতি হয়েছে আমার যা হারিয়ে গিয়েছে তার বিনিময়ে তার চাইতে আপনি উত্তম জিনিস দান করুন।
যদি কোন বান্দা কঠিন বিপদের সময় ঈমান ও ইখলাসের সাথে ধৈর্যর সাথে
إِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ، اللَّهُمَّ آجِرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুমা আজুরনি ফি মুসিবাতি ওখলিফলি খইরম্মিনহা।
এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সময় ঐ ব্যক্তির যত ক্ষতি হয়েছে মহান মালিক তার চাইতে উত্তম প্রতিদান তাকে দান করবেন। সুবাহানাল্লাহ।
এজন্য যখনই আমাদের জীবনে বিপদ আসবে তখন হতাশ পাওয়া যাবে না! বরং ধৈর্যের সাথে এখলাসের সাথে মহান মালিকের কাছে বেশি বেশি এই দোয়া পাঠ করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলামীন অবশ্যই আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। রব্বে কারীম আমাদের প্রত্যেককে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করুন। আর কখনো বিপদ এলে ধৈর্যের সাথে বেশি বেশি এই দোয়া পাঠ করার তৌফিক দান করুন আমীন।