---Advertisement---

সুবহানাল্লাহ! ২টি গুণের কারণে অধিকাংশ বান্দা জান্নাতে প্রবেশ করবে!

On: Tuesday, May 14, 2024 4:50 AM
২টি বিশেষ গুণ বান্দাকে জান্নাতে নিয়ে যাবে!
---Advertisement---

২টি গুণ মাত্র ২টি বিশেষ গুণের কারণে বান্দারা জান্নাতে প্রবেশ করবে! বান্দারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাবে! সুবাহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। সেই ২টি বিশেষ গুণ কী?

তার মধ্যে নম্বর এক হচ্ছে,যে সকল বান্দাদের মধ্যে ঈমানের গুণ রয়েছে ঐ সকল বান্দারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাবে। ঐ সকল বান্দারা আল্লাহ রাব্বুল আলামীনের জান্নাতের প্রবেশ করবে। সুবাহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এ সম্পর্কে রাসূলে আকরাম সাঃ ইরশাদ করেন,যে ব্যক্তির অন্তরের মধ্যে জাররা পরিমাণ ঈমান থাকবে ঈমানের গুন যেই ব্যক্তির মধ্যে থাকবে ঐ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবাহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।

নম্বর দুই হচ্ছে,যে সকল বান্দারা মুসলমানদের উপকার করে মুসলমানদের বিপদে-আপদে সাহায্য সহযোগিতা করে ঐ সকল বান্দারা দুনিয়া এবং আখেরাতে সফলকাম হবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে। সুবাহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এ সম্পর্কে আল্লাহর রাসূল সাঃ বলেন,প্রকৃত মুসলমানতো হচ্ছে ঐ ব্যক্তি যে ব্যক্তি তার অন্য মুসলমান ভাইয়ের বিপদে এগিয়ে আসে সাহায্য সহযোগিতা করে ঐ ব্যক্তিই হচ্ছে প্রকৃত মুসলমান।

সুতরাং আমরা যদি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে চাই জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে অবশ্যই আমাদের মধ্যে ঈমানের গুণ থাকতে হবে আমাদের মধ্যে অন্য মুসলমান ভাইয়ের বিপদে-আপদে সাহায্য সহযোগিতার গুণ থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাব এবং জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ রব্বুল আলামীন আমাদের প্রত্যেককে এই ২টি গুণ অর্জন করার তৌফিক দান করুন,আমীন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---