যে ব্যক্তি নেক আমল ছাড়া কবরে প্রবেশ করল সেই ব্যক্তিতো ঐ ব্যক্তির ন্যায় যে ব্যক্তি সাঁতার জানে না! অথচ সে গভীর নদীতে ঝাঁপ দিয়ে বসল! গভীর নদীতে যারা সাঁতার জানে না তারা যদি একবার ঝাঁপ দেয় তাহলে তার যন্ত্রণাদায়ক মৃত্যু ছাড়া আর কোন পথ নেই! তেমনিভাবে কোন ব্যক্তি যদি নেক আমল ছাড়া কবরে প্রবেশ করে তাহলে তার কবরের জিন্দেগী কাটবে কঠিন শাস্তি এবং ভয়ংকর আজাবের মধ্যে দিয়ে!
তাই আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে কবরের প্রবেশের আগে বেশি বেশি নেক আমল করা। কবরে প্রবেশের আগে কবরের পাথেয় সংগ্রহ করা। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রত্যেককে কবরে প্রবেশের আগে মৃত্যুর আগে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমীন।