---Advertisement---

ভোট বয়কট করেছে জনগণ-রিজভী…. ধান কাটার মৌসুম বলে ভোটার উপস্থিতি কম-সিইসি

On: Wednesday, May 8, 2024 7:38 PM
Chief Election Commissioner CEC Kazi Habibul Awal
---Advertisement---

ভোট বয়কট করেছে জনগণ-রিজভী
বিএনপির মতে,ভোট বয়কট করেছে জনগণ। আজ প্রথম ধাপের উপজেলা নির্বাচন শুরু হয়েছে। সিইসির মতে,৩০-৪০ শতাংশ ভোট পড়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা, কারচুপি, সাংবাদিকদেরকে হয়রানি ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়েছে।

ভোট গ্রহণ শেষে সিইসি বলেন, প্রথম ধাপে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল। কম ভোটার উপস্থিতির কারণ সম্পর্কে বলেন, সকালে বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম ছিল। তিনি আরও বলেন, ভোটার উপস্থিতি বেশি হলে আরও ভালো হতো।

ভোট কেমন হলো সেটাই আমার বিষয়। ভোটার উপস্থিতি কেমন, তারা ভোট দিতে পেরেছেন কিনা, কোথাও অনিয়ম হয়েছে কিনা? আমরা আমাদের কর্তব্য পালন করেছি।
নানান আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ শেষ হলেও ফলাফল নিয়ে প্রার্থীদের মাঝে রয়েছে প্রবল উদ্বেগ। ভোটে কারচুপি ও জাল ভোটের অভিযোগও এনেছে অনেক প্রার্থী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---