সমন্বয়ক, উপদেষ্টা ও শিক্ষার্থীসহ দেশের আপামরসাধারণ ৩১ ডিসেম্বর নিয়ে পোস্ট দিচ্ছেন। এতে জনমনে প্রশ্ন কী হবে ৩১ ডিসেম্বরে?
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক থেকে জানা যায়। ৩১ ডিসেম্বর মুজিববাদের কবর রচনা করা হবে।
এছাড়াও বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, ৩১ ডিসেম্বরে নতুন বিপ্লবী দল গঠন হতে পারে। পাশাপাশি উপদেষ্টা পরিষদে রদবদল হতে পারে এবং হাসিনার দোসরদের আইনের আওতায় আনা হতে পারে।
এছাড়াও ৩১ ডিসেম্বরে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে নতুন ঘোষণার ইঙ্গিত দিয়েছেন নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় শহিদ মিনারে বিকাল ৩টায় সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ , নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও উপদেষ্টা আসিফ মাহমুদ এই আহ্বান জানান।
তবে এখনো পরিস্কারভাবে বলা যাচ্ছে না মূলত ৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে কী ঘটতে যাচ্ছে?