হাজি সেলিমের বড় ছেলে সাবেক এমপি সোলায়মান আজ আদালত পাড়ায় বলে, শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেই। মুজিববাদীদের মুখ বন্ধ করতে পারবেন না।
এ সময়ে তাকে কথা বলতে নিষেধ করলেও সে বলে,আমার মুখ বন্ধ করে রাখলেও আমি বলবো, শেখ হাসিনা ফিরে আসবেই।
সোলাইমান আরো বলে,আমরা তো সরকারি খাবার দু’বেলা খেতে পারছি। কিন্তু দেশের মানুষ তাও খেতে পারছে না।
পুরান ঢাকার একক রাজত্ব ছিল হাজি সেলিমের। বাকশক্তি হারিয়ে ফেলায় পরবর্তীতে তার ছেলেরা তারই পৃষ্ঠপোষকতায় সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে বলে অভিযোগ রয়েছে।
হাসিনা সরকারের পতনের পর হাজি সেলিম গ্রেফতার হয়। পরে তার বড় পুত্র সোলায়মান আটক হয়। কিন্তু তার ছোট ছেলের হদিস এখনো পাওয়া যায়নি।