গতকাল প্রায় রাত ১ টা ৫০ মিনিটের দিকে সচিবালয়ে আগুন লাগে। প্রথমে ৬ তলায় পরে ৭ তলায় এবং বিছিন্ন কয়েকটি কক্ষে আগুন লাগে।
এসময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে তাদের মধ্যে একজন কর্মী রাস্তা পার হওয়ার সময় তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়।
সচিবালয়ে আগুন লাগাকে বিশিষ্টজনরা ষড়যন্ত্র বলে আখ্যায়িত করছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনাস্থলে এসে বলেন,সচিবালয়ে আগুন লাগার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অতিদ্রুত এই কমিটি তদন্ত শুরু করবে। তদন্ত শেষ হলে এখনে ষড়যন্ত্র আছে কিনা তা বলা যাবে।
এদিকে সচিবালয়ে আগুন লাগাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাই পেজে লিখেন,
“ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভুগাবে।
হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে ‘সিমপ্যাথি গেইন’ ক্যাম্পেইন চালাচ্ছে।
এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা আগামীকাল অন্য কেউ।”