---Advertisement---

জনগণের দাবির কারণে বিডিআর হত্যার তদন্ত কমিশন গঠন

On: Monday, December 23, 2024 6:35 PM
জনগণের দাবির কারণে বিডিআর হত্যার তদন্ত কমিশন গঠন
---Advertisement---

বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনে কারা থাকছেন? ২০০৯ সালের পিলখানা ট্রাজেডি ইস্যু পুনঃতদন্তের জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে।

জনগণের দাবির কারণে বিডিআর হত্যার তদন্ত কমিশন গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষের আশা ছিল, তারা জুলাই হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজতের গণহত্যা ও বিডিআর হত্যাকাণ্ডের প্রক্রিয়া শুরু করবে।

সরকার জুলাই হত্যাকান্ডের বিচারিক প্রক্রিয়া শুরু করলেও বাকি দুটি হত্যাকাণ্ডের ব্যাপারে উদাসীনতা দেখায়। ফলে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে ছাত্র-জনতা আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি দেয়। ফলে স্বরাষ্ট্র উপদেষ্টা ৫ কার্যদিবসের সময় চায়।

ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে আজ ৭জন বিশিষ্ট নতুন তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের সভাপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বিজিবির (তৎকালীন বিডিআর) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ফজলুর রহমানকে।

বাকী ৬ জনের ভেতর থাকবেন—

সামরিক বাহিনীর ২ জন অফিসার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক
সিভিল সার্ভিসের একজন সিনিয়র কর্মকর্তা
পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা।
জনগণ এই কর্মকর্তাদের উপর আস্থা রাখতে চায়। এবং দ্রুত তা কার্যকর করে প্রতিবেদন জমা দিয়ে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---