১৪ তারিখ (শনিবার) ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের ঘোষণার প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতকে ‘অসহযোগী’ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
যুক্তরাষ্ট্রের সাথে ভারতের গভীর বন্ধুত্বের কথা শোনা গেলে সম্প্রতি তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ১৮ হাজার অভিবাসীই হলো ভারতীয়।
ভারতের পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্র প্রদেশের প্রায় ৯০ হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করা হয়েছে।
এছাড়াও যুক্তরাষ্ট্র ভারতীয় অভিবাসীদের কাছে বৈধ যে সকল নথিপত্র চেয়েছে। তারা তা দিতে ব্যর্থ হয়েছে। ফলে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা প্রক্রিয়া চলমান।
যুক্তরাষ্ট্রের এমন উপর্যুপরি সিদ্ধান্তে ভারতের কপালে ভাঁজ পড়েছে।
এদিকে ট্রাম্পের বিজয়ের পর অনেকেই মনে করেছিল ভারত দক্ষিণ এশিয়ায় আবারো শক্তিধর হয়ে উঠবে। এবং বাংলাদেশে আওয়ামী লীগের পূনর্বাসন হবে। কিন্তু ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার পর পাশার দান উলটে যাচ্ছে। একের পর এক ভারতীয়দের জন্য বিপদ বার্তা আসছে।