তামিলনাড়ুতে বাংলাদশের বিরুদ্ধে বিক্ষোভ করায় ৫০০ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।
প্রায় ১০০ জন নারী ও বিভিন্ন বয়সের ৪০০ জন পুরুষকে গ্রেফতার করা হয়।
তামিলনাড়ুতে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের দিকে তারা অগ্রসর হওয়ার কথা জানা যায়।
কিন্তু পুলিশ বলছে তারা বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশ্যে যাত্রা করেনি।
তবে বাংলাদেশের বিরুদ্ধে অযথা বিক্ষোভ করে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছিল তারা।
ফলে তাদেরকে আটক করা হয়েছে।
৫ই আগস্টের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক অবনতির দিকে। এর কারণ ভারত সরকার ও সেখানকার মিডিয়ার অপপ্রচার ও অযথা হস্তক্ষেপ।
তারই প্রেক্ষিতে গতকাল ভারতীয় হাইকমিশনকে তলব করে বাংলাদেশ তাদের অবস্থান স্পষ্ট করেছে।