সড়ক দুর্ঘটনায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
এডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা ও দাফন শেষে ঢাকা ফেরার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চুনতি ইউনিয়ন হাজি রাস্তার মোড়ে গাড়িকে ট্রাক সজোরে ধাক্কা দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা করে। যদিও তারা গুরুতর আহত হননি। তবে তারা শঙ্কিত। তাদের সামনের গাড়ি দুমড়ে-মুষড়ে যায়।
পরে ঘাতক ট্রাক ড্রাইভারের পেছনে মোটরসাইকেল নিয়ে তাড়া করলে ট্রাক ড্রাইভার তাদেরকেও হত্যার চেষ্টা করে।
আজ হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের জানাজায় তারা ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানায়।
ফলে অনেকের ধারণা যে, তাদেরকে হত্যার চেষ্টা করা ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর পূর্বপরিকল্পিত।
অনতিবিলম্ব সরকারকে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানায়। রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানায়।