---Advertisement---

প্রথম আলোর অনুষ্ঠানে যারা গেছে, তারা আমাদের বন্ধু নয়- পিনাকী ভট্টাচার্য

On: Sunday, November 17, 2024 6:25 PM
প্রথম আলোর অনুষ্ঠানে যারা গেছে, তারা আমাদের বন্ধু নয়- পিনাকী ভট্টাচার্য
---Advertisement---

“প্রথম আলো,ডেইলি স্টার সংবাদমাধ্যম না।” বলে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। গতকাল প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত আমন্ত্রিত অতিথি জনগনের বন্ধু নয় বলেও তিনি জানান।

তার ভেরিফাইড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসের মধ্যে দিয়ে প্রথম আলো ও ডেইলি স্টার এর আসল মুখোশ উন্মোচন করেন।

তিনি স্ট্যাটাসের শেষাংশে লিখেন;
“যারা প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকিতে গেছে তারা আমাদের বন্ধু নয়।”

প্রথম আলো ডেইলি স্টার সংবাদমাধ্যম না।

তিনি আরো লিখেন;
“প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকিতে যারা গেছে ওরাই বাংলাদেশের আওয়ামী আর ভারতীয় সফট পাওয়ার।”

তবে তিনি সে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একত্রে দেখে ইতিবাচক দিক উল্লেখ করে লিখেন;

“এদের একসাথে দেখতে পারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জনগনকে তাদের রাজনৈতিক শত্রুকে চিনতে হবে। আমরা চিনে গেছি। শুধু প্রতিরোধ নয় জনতার পক্ষের বিকল্প কেন্দ্র গড়ার লড়াই চলবে।”

গত বেশ কিছুদিন যাবত সাংবাদিক ইলিয়াস, পিনাকী ভট্টাচার্য, কনক সারওয়ারসহ দেশ ও প্রবাসের মানুষ প্রথম আলোডেইলি স্টার এর মুখোশ উন্মোচন করে তা বয়কটের ডাক দেন।

তারই ধারাবাহিকতায় ছাত্র-জনতা সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেন। ফলে অনেকটা কুণ্ঠাশা হয়ে পড়ে প্রথম আলো ও ডেইল স্টার। যদিও তাদের এজেন্ডা বাস্তবায়ন এখনও তারা সক্রিয়। তবে অচিরেই তা বিনাশ করার চেষ্টা চলমান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---