---Advertisement---

উপদেষ্টা নাহিদকে নিয়ে সমন্বয়কদের রহস্যময় স্ট্যাটাস! We Are Nahid

On: Wednesday, November 13, 2024 11:23 AM
উপদেষ্টা নাহিদকে নিয়ে সমন্বয়কদের রহস্যময় স্ট্যাটাস! We Are Nahid
---Advertisement---

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন নাহিদ। যিনি এখন অন্তর্বর্তী কালীন সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা।

গতকাল রাত থেকে উপদেষ্টা নাহিদকে নিয়ে সমন্বয়কসহ দেশ ও প্রবাসে অসংখ্য মানুষ স্ট্যাটাস দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তাঁর ভেরিফাইড আইডিতে ‘We are Nahid’ লিখে স্ট্যাটাস দেন। যা রীতিমতো ভাইরাল হয়ে যায়।

Anti facist Bangladesh is Nahid We are Nahid

পরে একে একে আব্দুল হান্নান মাসুদ,আবু বাকের মজুমদার,আব্দুল কাদের,মাহিন সরকার,রিফাত রশিদ,আকরাম রাজসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য সমন্বয়ক  ‘We are Nahid’ বা ‘আমরা নাহিদ’ লিখে স্ট্যাটাস দেন। তারই ধারাবাহিকতায় দেশ ও প্রবাসের বিভিন্ন শ্রেণি,পেশার মানুষ একই স্ট্যাটাস দেন। পাশাপাশি জুলাই বিপ্লবে নাহিদের ভূমিকা তুলে ধরেন।

উপদেষ্টা নাহিদকে নিয়ে হঠাৎ এমন স্ট্যাটাস জনমনে নতুন করে রহস্যের জন্ম দেয়! অনেকেই বলছেন,’উপদেষ্টা নাহিদকে নিয়ে গভীর চক্রান্ত চলছে। কেউ কেউ প্রশ্ন করছেন, ‘উপদেষ্টা নাহিদ কি তবে গোপন কোন ষড়যন্ত্রের শিকার হচ্ছেন?

আবার বিজ্ঞজনরা বলছেন, ‘সম্ভবত উপদেষ্টা নাহিদআসিফ মাহমুদকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা চলছে’।

তবে বিশ্লেষকদের মতে,উপদেষ্টাদের মধ্যে যেহেতু নাহিদ ও আসিফ বিপ্লবের সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। এবং ছাত্র-জনতা তথা গোটা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা বেশি। এজন্য তাদের নিয়ে গভীর চক্রান্ত চলছে। তাদের ব্যর্থ প্রমাণ করতে পারলে কিংবা জনমনে তাদের সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারলেই সুযোগ সন্ধানীরা সার্থক হতে পারবে।

কিন্তু ছাত্র-জনতা তা কখনোই হতে দিবে না বলেই ইতোমধ্যে জানান দিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---