---Advertisement---

কোন উদ্দেশ্য নিয়ে আনসাররা সচিবালয় ঘেরাও করেছিল?

On: Sunday, August 25, 2024 10:39 PM
---Advertisement---

আনসার ভাইদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি জানেন না দেশে এই মুহুর্তে একটি বড়সড় দুর্যোগ চলছে? এই ক্রান্তিকালের ভেতর যেখানে সবার পক্ষ থেকে সহযোগিতা দরকার সবচেয়ে বেশি, আপনারা এই মুহূর্তেই রাস্তাঘাট আটকিয়ে আন্দোলন শুরু করেছেন কেন?

স্বৈরাচার আমলে তো আপনাদের এই তৎপরতা ছিলো না! স্বৈরাচার পতনের সাথেসাথেই এভাবে যদি ওভার একটিভিজম দেখাতে থাকেন, সেটা কি যৌক্তিক কোন পদক্ষেপ হচ্ছে?

নতুন একটা ইন্টেরিম গভমেন্ট গঠিত হয়েছে, এখনও ২০ দিন হয়নাই তাদের, অথচ তাদেরকে চেপে ধরার চেষ্টা করছেন!

আমি বলছিনা যে আপনাদের দাবিদাওয়া থাকবে না, সেটা অবশ্যই থাকতে পারে। কিন্তু এখনই কেন, বিশেষ করে যখন মারাত্মক জাতীয় ক্রাইসিস মুহূর্ত চলছে?

ছাত্রজনতার ওপর যখন প্রচণ্ড নিপীড়ন চালানো হচ্ছিলো, তখন আপনারা এভাবে কর্মবিরতি দিয়ে রাস্তায় নামতে পারতেন, সেটা একটা ইতিহাস তৈরীর মত ভূমিকা হতো। কই আপনারা তখন তো সেটা করেন নাই!

কিন্তু এইমুহূর্তে এভাবে কর্মবিরতি করে আন্দোলন করতে থাকলে তো সেটা পাবলিক স্পিরিটের বিরুদ্ধে চলে যাচ্ছে। দেশের এই ক্রান্তিকাল এবং পুনর্গঠনের সময় যেখানে দরকার ছিলো আপনাদের নরমাল সময়ের চেয়েও বেশি সহযোগিতা, সেখানে আপনারা নিজেরাই রাস্তাঘাট আটকে দাঁড়িয়ে আছেন!

কয়েকমাস যাক, প্রশাসন একটু স্ট্যাবল হোক, তারপর যৌক্তিক উপায়ে আপনাদের দাবিদাওয়া উপস্থাপন করতে পারবেন অবশ্যই, তখন সেটা ধীরেসুস্থে আলোচনা করার জায়গা থাকবে।

কিন্তু এই মুহূর্তে যেটা করছেন, তাতে আপনাদেরকে নিয়ে দেশের সাধারণ মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে, এটা কি আপনাদের জন্য ভালো কিছু হবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। কারো উস্কানীতে হুটহাট কোন পদক্ষেপ না নিয়ে বিচক্ষণতার পরিচয় দিন, দেশের মানুষের স্পিরিটের সাথে কীভাবে একাত্ম হবেন, সেটা বিবেচনায় নিন। দেশের মানুষের ভোগান্তি তৈরী করে তাদের মনে আপনাদেরকে নিয়ে বিরুপ প্রতিক্রিয়া তৈরী করলে, সেটার চূড়ান্ত ফলাফল মোটেই ভালোকিছু হবে বলে মনে করিনা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---