---Advertisement---

ঢাবি-জাবি রক্ষায় এগিয়ে যাচ্ছে সাধারণ মানুষ!

On: Wednesday, July 17, 2024 9:39 PM
ঢাবি-জাবি রক্ষায় এগিয়ে যাচ্ছে সাধারণ মানুষ
---Advertisement---

সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দূর-দূরান্ত আশপাশের এলাকা থেকে ছুটে আসছে সাধারণ মানুষ।
আজ দুপুর থেকে পুলিশ ও বিজিবি সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকতারা ব্যাপক বহর দিনে ঢাবি ও জাবিতে অবস্থান নেয়। শিক্ষার্থীদের পূর্বঘোষিত গায়েবানা জানাজায় অংশগ্রহণ ও বিক্ষোভ মিছিল চলা কালীন পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর থেকে দফায় দফায় সংঘর্ষে প্রাথমিক তথ্যে আহত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় অর্ধশত।
পরে তা বেড়ে কত হয়েছে সঠিক জানা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের এরিয়া নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আশপাশের এলাকাবাসীর কাছে সাহায্য চাইলে ঢাবি ও জাবির দিকে দলবদ্ধ হয়ে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে।

এক সূত্রে জানা গেছে,বিভিন্ন জায়গা থেকে মানুষ এগিয়ে আসায় পুলিশ কিছুটা পিছু হটেছে।
তবে পরিস্থিতি থমথমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---