হল ত্যাগ না করার কারণে ঢাবি ও জাবিতে পুলিশ ও সাধারণ শিক্ষার্থীর মাঝে সংঘর্ষ। এরই মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।
মূহুর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভয়াবহ।
আজ সকাল থেকে হল ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেয়ার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তীব্র উত্তেজনা বিরাজ করছিল।
এরই মধ্যে কোটা সংস্কার আন্দোলন তথা বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচি অনুযায়ী গায়েবানা জানাজা ও বিক্ষোভ করতে গেলে পুলিশ তাদের বাঁধা প্রদান করে।
শিক্ষার্থীদের সাথে পুলিশের বাকবিতন্ডা হওয়ার এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এবং রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
এদিকে শিক্ষার্থীরাও রুখে দাঁড়ায়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। হতাহতের সংখ্যা এখনো কিছু জানা যায় নি।
বর্তমানে ঢাবি ও জাবিসহ আশপাশের এলাকা থমথমে।