গতকাল রাত থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্রলীগ বয়কটের ডাক উঠেছে। তারাই ধারাবাহিকতায় বদরুন্নেসা সরকারি কলেজে আজ ছাত্রলীগের নেত্রীদেরকে পিলারের সাথে বেঁধে রাখে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে বেগম রোকেয়া হল,মুহসিন হল,জিয়া হল সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগ মুক্ত ঘোষণা করা হয়।
সাধারণ শিক্ষার্থীরা শুধুমাত্র ছাত্রলীগ নয়,যে সকল শিক্ষক ও প্রশাসন অন্যায়ের পক্ষে সমর্থন করে তাদেরকেও বয়কটের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে শাবিপ্রবিতে জাফর ইকবালকে বয়কটের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনকে ভন্ডুল করার জন্য ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজপথের বিভিন্ন স্থান দখল করে রেখেছে। মোহাম্মদপুরে কাউন্সিলর ও তার দলবল নিয়ে রাজপথে অবস্থান নিয়েছে। এভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের আশেপাশে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে।