আজ ৬টার মধ্যে ছাত্রদেরকে ক্যাম্পাস ছাড়তে বলার আদেশ দেয়ার পরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পাল্টা ভিসিকে বাংলো,শিক্ষক ও কর্মকর্তাদেরকে কোয়ার্টার ত্যাগ করার নির্দেশ দিয়েছে সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরা বলছে এটা প্রতিবাদস্বরূপ নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত এই আদেশ অব্যাহত থাকবে।
এদিকে সকাল থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হল ছাড়ছে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যারা হল ছেড়ে চলে যাচ্ছে তারা ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীরা হলেই অবস্থান করছে। তবে কিছু শিক্ষার্থী হল ছেড়ে চলে যাওয়ার খবর নিশ্চিত করেছে।