---Advertisement---

বিপদ থেকে মুক্তি পেতে রাসূল সাঃ বিশেষ ১টি দোয়া পড়তে বলেছেন!

On: Sunday, May 19, 2024 10:50 PM
বিপদ-থেকে-মুক্তি-পেতে-বিশেষ-দোয়া-পড়ুন
---Advertisement---

বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে আল্লাহর রাসূল সাঃ চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন।
যখন কোন বান্দা কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে তখন দুনিয়ার কারো কাছে নয় বরং মহান রবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আস্থা রেখে যদি এই দোয়া পাঠ করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঐ ব্যক্তিকে কঠিন মুসিবত থেকে জটিল বিপদ থেকে হেফাজত করবেন। সুবাহানাল্লাহ।

সেই দোয়াটি হচ্ছে,সুনানে আবু দাউদের ৫০৯০ নম্বর হাদিস। আল্লাহর রাসূলের অন্যতম প্রিয় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আবুবাককার রাঃ বলেন,রাসূলে আকরাম সাঃ এরশাদ করেন,বিপদগ্রস্ত ব্যক্তি যদি বিপদের সময় এই দোয়া পাঠ করে,

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ আল্লা-হুম্মা রহ্‌মাতাকা আরজু ফালা তাকিলনী ইলা নাফসী ত্বারফাতা ‘আইন, ওয়া আসলিহ্ লী শা’নি কুল্লাহু, লা ইলা-হা ইল্লা আনতা।

হে আল্লাহ আমি আপনার কাছে রহমত প্রার্থনা করছি। সুতরাং আপনি আমাকে এক পলকের জন্য আমার নিজের উপর ছেড়ে দিবেন না! বরং আপনার রহমত দ্বারা আমাকে ঢেকে রাখুন এবং আমার সকল কাজগুলো আপনি সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিন। কেননা আপনিইতো একমাত্র ইলাহ আপনি ছাড়া আর কোন ইলাহ নেই। সুবাহানাল্লাহ।

সুতরাং যদি কোন ব্যক্তি বিপদগ্রস্ত অবস্থায় বিপদ থেকে মুক্তি পেতে এই দোয়া পাঠ করে আল্লা-হুম্মা রহ্‌মাতাকা আরজু ফালা তাকিলনী ইলা নাফসী ত্বারফাতা ‘আইন, ওয়া আসলিহ্ লী শা’নি কুল্লাহু, লা ইলা-হা ইল্লা আনতা। এই দোয়া পাঠ করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামীন ঐ ব্যক্তিকে কঠিন বিপদ থেকে জটিল মুসিবত থেকে অবশ্যই হেফাজত করবেন।

মহান মালিক আমাদের প্রত্যেককে বেশি বেশি রসূলে আকরাম সাঃ এর শেখানো এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যেন বিপদে পড়লে কখনো দুনিয়ার কারো কাছে আশ্রয় না চেয়ে স্বয়ং মহান মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি কঠিন বিপদের মুহূর্তেও যেন আল্লাহ রাব্বুল আলামীনকে আমরা স্মরণ করতে পারি সেই তৌফিক মহান মালিক আমাদের সকলকে দান করুন আমীন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---