আপনি যদি দুনিয়া এবং আখেরাতে সুখে শান্তিতে থাকতে চান তাহলে যখনই সময় পাবেন এখলাছের সাথে একনিষ্ঠতার সাথে বেশি বেশি এই দোয়া পাঠ করুন! যদি কোন বান্দা ঈমান ও ইখলাসের সাথে এই দোয়া বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলামীন ঐ ব্যক্তিকে দুনিয়ার লাঞ্ছনা থেকে দুনিয়ার গজব থেকে হেফাজত করবেন। শুধু তাই নয় মহান মালিক ঐ ব্যক্তিকে আখেরাতের ভয়ংকর আজাব থেকে নিরাপত্তা দান করবেন। সুবাহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।
সেই দোয়াটি হচ্ছে, اللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ আল্লহুম্মা আহছিন আক্কিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজয়িদ্দুনইয়া ওয়া আযাবিল আখিরহ।
হে আল্লাহ হে আমার মালিক আপনি সকল ক্ষেত্রে আমার পরিণাম ভালো করুন। মালিকরে আপনি আমাকে দুনিয়ার লাঞ্ছনা থেকে দুনিয়ার গজব থেকে হেফাজত করুন। ওগো আমার মালিক ওগো আমার রব আপনি আমাকে আখেরাতের আজাব থেকে মুক্তি দান করুন। সুবাহানাল্লাহ। কি চমৎকার দোয়া।
সুতরাং যদি কোন বান্দা দুনিয়ার লাঞ্ছনা থেকে দুনিয়ার গজব থেকে নিরাপদ থাকতে চায় আখেরাতের ভয়ংকর আজাব থেকে মুক্ত থাকতে চায় তাহলে ঐ ব্যক্তি যেন বেশি বেশি এই দোয়া পাঠ করে। اللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ আল্লহুম্মা আহছিন আক্কিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজয়িদ্দুনইয়া ওয়া আযাবিল আখিরহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি এই দোয়া পাঠ করার তৌফিক দান করুন আমীন।