গতকাল থেকে কোটা সংস্কার আন্দোলন নতুন রূপ নিয়েছে।
এই আন্দোলনে যুক্ত থাকা কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের মাঝে মাতম সৃষ্টি হয়। এই মাতম অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়ে ঢাবি সহ বাংলাদেশের বিভিন্ন হলে। রাতের মধ্যেই হলের ভিন্ন চিত্র দেখা যায়।
ছাত্রলীগের কাউকে পাওয়া মাত্রই হল থেকে বের করে দেয়া হচ্ছে। এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস ঘোষণা করছে।
রোকেয়া হল,শামসুন নাহার হল,সুফিয়া কামাল হল,কুয়েত মৈত্রী হলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করা হয়।