চলমান যৌক্তিক কোটা সংস্কার তথা বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করার জন্য শুরু থেকেই ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা দল থেকে পদত্যাগ করেছেন।
গতকাল যেন ছাত্রলীগে পদত্যাগের হিড়িক পড়ে ছিল।
খুলনা মেডিকেল কলেজে সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে একযোগে সবাই পদত্যাগ করেছেন।
এরই মধ্যে দেশের বিভিন্ন কলেজ,বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগের নেতারা দল ত্যাগ করছেন।
ছেলেদের পাশাপাশি মেয়েরাও পদত্যাগ করছে।
এদিকে ছাত্রলীগের এক নেতার সাথে কথা বলে গেছে যে,সে বলছে এই আন্দোলন এখন অস্তিত্ব রক্ষার আন্দোলন। তাই অস্তিত্ব রক্ষায় কাউকে ছাড় দেয়া হবে না।
তবে দেশের প্রায় অধিকাংশ সেলিব্রিটি তথা যুব সমাজকে বিভিন্ন সময়ে যারা গাইড করে,তাদের মত হলো,যৌক্তিক আন্দোলন বিনা রক্তপাতে সমাধান হোক!