---Advertisement---

খারাপ স্বপ্ন দেখলে কী করবেন? ভয়ংকর স্বপ্ন দেখলে কোন দোয়া পড়বেন?

On: Thursday, September 19, 2024 9:56 PM
খারাপ স্বপ্ন দেখলে কী করবেন
---Advertisement---

ঘুমের মধ্যে মানুষ বিভিন্ন রকমের স্বপ্ন দেখে। কোন কোন স্বপ্ন মানুষকে আনন্দিত করে। কোন স্বপ্ন করে আতঙ্কিত। স্বপ্ন কতটা সত্য তা নিয়ে মত পার্থক্য থাকলেও খারাপ স্বপ্ন দেখলে স্বাভাবিকভাবে মানুষের মনে ভীতি কাজ করে। এ ভীতি তার জীবনে বেশ প্রভাবও ফেলে। তাই খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে তা রাসূল সাঃ আমাদের নিম্নোক্ত হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। খারাপ স্বপ্ন দেখলে কী করবেন?

‎وَعَنْ جَابِرٍ رضي الله عنه، عَن رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: إِذَا رَأَى أحَدُكُمْ الرُّؤْيَا يَكْرَهُهَا، فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ ثَلاثَاً، وَلْيَسْتَعِذْ بِاللهِ مِنَ الشَّيْطَانِ ثَلاَثاً، وَلْيَتَحَوَّلْ عَنْ جَنْبِهِ الَّذِي كَانَ عَلَيْه “م

জাবের (রাঃ) থেকে বর্ণিতঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যখন তোমাদের কেউ তার অপছন্দনীয় কোন স্বপ্ন দেখবে,তখন সে যেন তার বাম দিকে তিনবার থুতু দেয় এবং শয়তান থেকে তিনবার আশ্রয় প্রার্থনা করে। আর যে পার্শ্বে সে শুয়ে থাকে,সে পার্শ্ব যেন বদল করে নেয়।’’ (রিয়াদুস সালেহিন-৮৪৭)

এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়,মানুষকে আতঙ্কিত করার জন্য বিভিন্ন সময় শয়তান খারাপ স্বপ্ন দেখায়। তাই যখন দুঃস্বপ্ন দেখবেন। সাথে বাম দিকে তিন বার থুতু দিতে হবে এবং “আউযুবিল্লাহি মিনাশ শাইতনির রজিম” ৩ বার পাঠ করবেন। আর যে কাঁধে শুয়ে ছিলেন,তার বিপরীত কাঁধে শয়ন করবেন। আল্লাহ আমাদেরকে শয়তানের সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আমিন


স্বপ্ন কি সত্য?

এমন প্রশ্ন অনেকের। আসলে আমাদের যাবতীয় চিন্তা-চেতনার ফলে মানুষ কখনো কখনো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। মানুষের স্বপ্নে যা দেখে তা গ্রহণযোগ্য নয় তাও বলা যাবে না। কারণ হাদিসের আলোকে স্বপ্নের সত্যতা পাওয়া যায়। রাসূল সাঃ বিভিন্ন সময় সাহাবিদের স্বপ্নের ব্যাখ্যা করেছেন। স্বপ্ন কখনো কখনো সুসংবাদ বয়ে আনে। কখনো বা দুঃসংবাদের কারণ হয়। এটাই হাদিসের শিক্ষা। এজন্য স্বপ্নের ব্যাখ্যা বা তাবীর জানা লাগে। যা একমাত্র এ সম্পর্কে যারা বিজ্ঞ তারা ব্যতীত কারো পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়।


স্বপ্নের কথা কি কাউকে বলা যাবে?

স্বপ্নের কথা না বলাই উত্তম। বিশেষভাবে দুঃস্বপ্ন হলে। তবে ব্যাখ্যা জানার জন্য এবং সতর্ক হওয়ার জন্য ঢালাওভাবে কাউকে না বলে বিজ্ঞ ব্যাক্তিকে বলা উচিৎ।


স্বপ্নের ব্যাখ্যা কার কাছে জানবো?

এক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। যারা এ বিষয়ে পারদর্শী তারা ব্যতীত কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে ভুল তথ্য ছাড়া কিছুই জানা যাবে না। এ বিষয়ে সবচেয়ে পারদর্শী ছিলেন আল্লামা ইবনে সীরীন (রহঃ) তিনি অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা করেছেন। তবে মনে রাখতে হবে মানুষ বেদে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হয়

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
---Advertisement---