বৈষম্য বিরোধী আন্দোলন
নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার তথা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক।
আগামীকাল সারাদেশে একযোগে কমপ্লিট শাটডাউন।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ, বিজিবি,র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা,খুনের প্রতিবাদ,খুনিদের বিচার,সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
শুধুমাত্র হাসপাতাল ও জরুরী সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না।
অ্যাম্বুলেন্স ব্যতীত কোন গাড়ি চলবে না।
সারা দেশের প্রতিটি স্কুল-কলেজ,বিশ্ববিদ্যালয়,প্রাইভেট ও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অবিভাবকদেরও পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কোটা সংস্কার তথা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আরো বলেন এই আন্দোলন,এই লড়াই শুধু ছাত্রদের না!
দল-মত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের। তাই যার যার জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানায়।